মিঠে কমলা রঙের লেহঙ্গার ওপর জরির হালকা কাজ, মুক্তো আর পান্নার গয়নার ঝলমল করে উঠলেন হবু মা বাড়ির মেয়েরা আয়োজন করেছিলেন তাঁর বেবি শাওয়ারের। আর সেই অনুষ্ঠানে আমন্ত্রণ ছিল না কোনও পুরুষের। কেবল উপস্থিত ছিলেন বাবা মহেশ ভট্ট ও হবু বাবা রণবীর কপূর। এছাড়া ছিলেন মহিলা আত্মীয়েরা। আলিয়ার শেয়ার করে ছবির মধ্যে সবচেয়ে মিষ্টি ছবিটি রণবীরের সঙ্গেই। আলিয়া একটি সোফায় বসে রয়েছেন আর পিছন থেকে তাঁকে আগলে রয়েছেন রণবীর। সাদা শেরওয়ানি পরেছেন তিনি। আলিয়ার কপালে চুম্বন করছেন রণবীর আলিয়ার সাধ কবে, এই নিয়ে পরিবারের তরফ সরাসরি কোনওরকম খবর জানানো হয়নি সংবাদমাধ্যমের থেকেও যাবতীয় গোপনীয়তা বজায় রাখা হয়েছিল আজ ,সমস্ত অনুষ্ঠান মিটে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় নিজেই সাধের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন আলিয়া।