পর্দায় প্রত্যাবর্তন

নতুন ধারাবাহিক সর্বজয়ার হাত ধরে দর্শক আবার ফিরে পাচ্ছেন অভিনেত্রী দেবশ্রী রায়কে।

ছোটপর্দায়, 'সর্বজয়া' রুপে

বড়পর্দায় নয়, অভিনয় জগতে ফেরার জন্য ছোটপর্দাকেই বেছেছেন অভিনেত্রী। ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।

অভিনেত্রী নয়, গায়িকা হতেন

অভিনয়ে আসার কোনও পরিকল্পনাই ছিল না দেবশ্রীর। ভেবেছিলেন, নৃত্যশিল্পী অথবা গায়িকা হবেন।

'স্টেজ পারফরমার' দেবশ্রী

রুপোলি পর্দার জনপ্রিয় নায়িকা, প্রথম সারির নায়কদের বিপরীতে অভিনয় করা দেবশ্রীর বিনোদন জগতে আসার প্রথম ধাপ ছিল মঞ্চ।

রুমকি-ঝুমকি-র খ্যাতি

মঞ্চে অনুষ্ঠান করার সময় রুমকি-ঝুমকি নামেই পরিচিত ছিলেন দেবশ্রী রায় ও দিদি কৃষ্ণা রায়।

গান ভালোবেসে..

গান গাইতে ভালোবাসেন দেবশ্রী। তিনি জানান, না শিখলেও, গানকে ভালোবেসেই গান তিনি।

সারমেয়দের জন্য এনজিও

পেশার পাশাপাশি কুকুর ও অসহায় প্রাণীদের রক্ষা করার জন্য একটি এনজিও চালান দেবশ্রী

'সর্বজয়া ঝর্ণার মতো'

দেবশ্রীর কথায়, 'সর্বজয়ার চরিত্রটা ঝর্ণার মতো। সে বহু চড়াই উতরাই দেখবে জীবনে'

রাজনীতি নিয়ে আফশোস

১০ বছর রাজনীতির জন্য অভিনয় থেকে দূরে সরে যাওয়ার জন্য আফশোস হয় দেবশ্রীর

অনুরাগীদের জন্যই ফেরা

দেবশ্রী জানান, অগুনতি অনুরাগী তাঁর অভিনয় দেখার জন্য অপেক্ষা করেন। তাঁদের জন্যই ফের পর্দায় ফেরা