ম্যাচুরিটির পর পিপিএফ-এর পুরো টাকা তুলে নেওয়া যায়।
পিপিএফ অ্যাকাউন্ট ম্যাচিওর করে ১৫ বছরে।
পিপিএফ অ্যাকাউন্টের লক-ইন পিরিয়ড ৬ বছর।
ম্যাচুরিটির আগে টাকার দরকার হলে আংশিক প্রত্যাহার করা যায়।
অ্যাকাউন্ট শুরুর সপ্তম বর্ষ থেকে টাকা তোলা যায়।
সর্বোচ্চ ৫০ শতাংশ হিসেব করেই টাকা তোলা যাবে
বছরে একবার করেই সেই টাকা তোলা যাবে।
পিপিএফে প্রি-ম্যাচিওর বন্ধের সংস্থান রয়েছে।
পড়াশোনা, চিকিৎসার খরচের জন্য বন্ধ করা যায়।
বিদেশে পাকাপাকি পাড়ি দিলেও বন্ধ করা যায় অ্যাকাউন্ট।