সদ্যোজাত কন্যাকে নিয়ে বাড়ি ফিরলেন 'দৃশ্যম' অভিনেত্রী ঈশিতা দত্ত ২০ জুলাই সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার খবর শেয়ার করে নিয়েছিলেন তারকা দম্পতি পুত্র সন্তানের বাবা হয়েছেন ঈশিতার স্বামী, অভিনেতা বৎসল শেঠ। হাসপাতাল থেকে সদ্যোজাতকে কোলে নিয়ে বাইরে আসতেই তাঁদের ঘিরে ধরে পাপারাৎজিরা রঙের ঢিলে কুর্তি পরেছিলেন ঈশিতা। বৎসলের কোলে ছিল সদ্যোজাত পুত্র। সোশ্যাল মিডিয়ায় যেমন একদিকে ভাইরাল হয়েছে এই ছবি, তেমনই অনুরাগীরা শুভেচ্ছাও জানিয়েছেন নতুন বাবা-মাকে ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী ঈশিতা দত্ত ও অভিনেতা বৎসল শেঠ ১৯ জুলাই, ২০২৩ নতুন অভিভাবক হলেন তাঁরা টিভি সিরিয়াল 'রিশতো কা সওদাগর... বাজিগর' ধারাবাহিকের সেটে তাঁদের আলাপ হয় এবং একে অপরের প্রেমে পড়েন তাঁরা ২০১৭ সালে মুম্বইয়ে খুব সাধারণভাবেই বিয়ে সারেন এই জুটি