Image Source: Vijay Varma Instagram, Tamannah Bhatia Instagram

Lust Stories 2-তে তাঁদের একসঙ্গে দেখে মুগ্ধ জনতা।

জমাটি অনস্ক্রিন রসায়নের পাশাপাশি অফস্ক্রিনও যে তাঁরা ঘনিষ্ঠ, সে কথা লুকোন না বিজয়-তামান্না কেউই।

বিশেষত বিজয় ভার্মা এই সম্পর্কে মোটামুটি সিলমোহর দেওয়ার পর বি-টাউনে জল্পনা তুঙ্গে।

এর মধ্যে কোন চাপের কথা জানালেন অভিনেতা?

হালেই একটি সাক্ষাৎকারে বিজয় জানান, পরিবারের তরফে বিয়ের কথা বলে প্রায়ই তাঁকে চাপ দেওয়া হয়।

বিজয় বলেন, 'আমি মারওয়ারি। আমাদের মধ্যে, ছেলেরা ১৬ বছরেই বিবাহযোগ্য হয়ে যায়।'

কিন্তু কেরিয়ারে ফোকাস স্থির থাকায় এত দিন পরিবারের এই চাপ এড়িয়ে গিয়েছেন বিজয়।

অভিনেতার মা হাল ছাড়েননি। এখনও প্রায়ই প্রশ্ন করেন, 'কবে বিয়ে করবে?'

সম্প্রতি অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে।

তার পর থেকে কি আরও চাপ বেড়েছে বিজয়ের উপর? জল্পনা নানা মহলে।