ABP Ananda

আকাশরঙা লেহঙ্গার ওপর সোনালি কাজ, সোশ্যাল মিডিয়ায় দীপাবলির সাজে মধুমিতা।

ABP Ananda

ভারি গয়না, হাতে প্রদীপ, মধুমিতার দীপাবলির লুক নজরকাড়া।

ABP Ananda

আকাশি লেহঙ্গার সঙ্গে চুল খোলা রেখেছেন মধুমিতা, হালকা মেকআপেই মধুমিতার সাজ নজরকাড়া।

এর আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ফ্লোরাল গাউনে ছবি শেয়ার করে নিয়েছেন মধুমিতা।

সবুজ সাদা অফ শোলডার গাউনে নজরকাড়া মধুমিতা।

প্রাচ্য থেকে পাশ্চাত্য, সব পোশাকেই সমান সাবলীল তিনি।

আপাতত নিজের প্রথম তেলুগু ছবির কাজ নিয়ে ব্যস্ত মধুমিতা

খোলা চুলে ন্যুড মেকআপে অপরূপা মধুমিতা।

মধুমিতার সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স সংখ্যা প্রচুর। নায়িকার ছবি ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।