দীপাবলি উপলক্ষ্যে শনিবার পার্টি দিয়েছেন প্রযোজক আনন্দ পণ্ডিত। সেখানেই হাজির 'শাহেনশাহ'। দীপাবলি বলে কথা। বলিউডে পার্টির রমরমা তাই যেন শেষই হচ্ছে না। আনন্দের পার্টিতে বিগ-বি-র পরই ঢুকতে দেখা যায় হৃত্বিক রোশনকে। তিনি অবশ্য ভারতীয় সাজপোশাকে আসেননি। এদিনের পার্টির জন্য সিল্কের প্রিন্টেড কুর্তা ও পাজামা পরেছিলেন অমিতাভ বচ্চন। অন্য দিকে, জিনস ও ব্ল্যাক টি-শার্টেই দেখা গিয়েছে হৃত্বিককে। লুক যাতে কমপ্লিট থাকে, সে জন্য জ্যাকেট এবং ক্যাপ ভোলেননি। বলিউডে এই মুহূর্তে দীপাবলি পার্টির ধুম। তার মধ্যেই 'ধুম ২' ছবির অত্যন্ত জনপ্রিয় 'চোর'-র এই লুক নজর কেড়েছে। হালে 'বিক্রম-বেদা' ছবিতে তাঁর নাচ মুগ্ধ করেছে ভক্তকূলকে। প্রথমে 'বিগ বি', তার পর হৃত্বিক রোশন, তারকা-সমাহারে জমে উঠেছিল প্রযোজকের পার্টি। অমিতাভকে স্বাগত জানাতে বেরিয়ে আসেন প্রযোজক ও তাঁর স্ত্রী। সাংবাদিকদের শুভেচ্ছা জানাতেও দেখা যায় তাঁদের।