সবুজ সাদা শাড়িতে অপরূপা মিমি চক্রবর্তী, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন এই ছবি। সাবেকি থেকে পাশ্চাত্য, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফটোশ্যুটের ছবি হামেশাই শেয়ার করে নেন মিমি। সদ্য শেয়ার করে ছবিতে হালকা সবুজ ব্লাউজের সঙ্গে হালকা ঘিয়ে রঙা শাড়ি পরেছেন তৃণমূল সাংসদ। মিমি হালকা গয়না আর খোলা ওয়েভি চুল বেছে নিয়েছেন শাড়ি সাজের সঙ্গে। সদ্যই সোশ্যাল মিডিয়ায় লাল অফ সোলডার গাউনে আরও বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন মিমি। লাল গাউনে একটি গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি শেয়ার করেছেন মিমি, চুলে ব্যাকব্রাশ করে খোঁপা বাঁধা। সদ্য পুজো গিয়েছে, আবাসনের পুজোয় একেবারে ঘরের মেয়ে হয়েই ধরা দিয়েছেন মিমি। অঞ্জলি থেকে শুরু করে ধুনুচি নাচ, সবেতেই পাওয়া গিয়েছিল নায়িকাকে। পুজোর প্রতিদিনই সাবেকি সাজে সেজেছিলেন মিমি, সঙ্গে ছিল সোনার ভারী গয়না। দুর্গাপুজোর পরে বাড়িতে লক্ষ্মীপুজোরও আয়োজন করেছিলেন মিমি