গোলাপি পোশাকে গাঢ় রঙের কাজ, খোলা চুলে মোহময়ী মিমি চক্রবর্তী। আপাতত বাংলাদেশে নায়িকা, সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। নতুন গোলাপি পোশাকের সঙ্গে মিমি কানে লম্বা দুল পরেছেন, খালি ছিল গলা। হালকা রঙের পোশাকের সঙ্গে মিমির পছন্দ গাঢ় চোখের মেকআপ, এতে চোখ নজর টানে বেশি। চোখের মেকআপ গাঢ় হলেও ন্যুড সেজের লিপস্টিক পরছে পছন্দ করেন মিমি, এতে গোটা মুখের মধ্যে একটাই আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে, তা হল চোখ। গাউনের সঙ্গে চুল খোলা রেখেছিলেন মিমি, হাতেও কোনও গয়না পরেননি। এর আগে সাদা পোশাকে ছবি শেয়ার করে নিয়েছিলেন মিমি। মঞ্চে অনুষ্ঠানের সময় এই সাজ ছিল তাঁর। আর তাই, সফট কার্ল করে চুল বেঁধে নিয়েছিলেন তিনি। এই পোশাকের সঙ্গে নজর কাড়ছে মিমির লম্বা দুল আর আংটি। 'মিনি' মুক্তির পর এখনও নতুন ছবির কাজে হাত দেননি মিমি। আপাতত বাংলাদেশ সফরে গিয়ে মঞ্চ মাতাচ্ছেন তিনি।