মুক্তির অপেক্ষায় 'গুড বাই'। জুহুতে ছবির প্রচারে ক্যামেরাবন্দি রশ্মিকা মান্দানা। 'ন্যাশনাল ক্রাশ' রশ্মিকা পোজ দিলেন পাপারাৎজিদের উদ্দেশে। সাদা ঢলা টি-শার্টে, নীল জিন্সে বেশ নজর কাড়ছিলেন অভিনেত্রী। ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা, পাভেল গুলাটি, এলি আব্রাম, সুনীল গ্রোভার, সাহিল মেহতাকে। 'গুড বাই' ছবি আত্মবিশ্লেষণের। প্রত্যেক পরিস্থিতিতে পরিবার ও উদযাপনের প্রয়োজনীয়তা বলবে এই ছবি। ভাল্লা পরিবার বলবে সেই গল্প। এই ছবি সেই সমস্ত ভারতীয় পরিবারের গল্প বলবে যারা দুর্যোগের মুহূর্তে একত্রিত হয়ে ভোরের আলোর মতো উজ্জ্বল হয়ে ওঠে। পরিবারের কাছের কেউ ছেড়ে গেলেও বাকিরা বেঁধে বেঁধে থাকার প্রতিশ্রুতি নেয়। একতা কপূরের প্রযোজনায় এই ছবি প্রেক্ষাগৃহে হাজির হবে ৭ অক্টোবরে। ছবির গান দ্য হিক সঙ বেশ আলোড়ন ফেলেছে ইতিমধ্যেই। উল্লেখ্য, এই ছবি ছাড়াও রশ্মিকাকে সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে 'মিশন মজনু' ছবিতে দেখা যাবে।