গোয়ার সমুদ্রে দেখতে দেখতে চায়ে চুমুক দিচ্ছেন ঋতাভরী চক্রবর্তী। সদ্য সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নিয়েছিলেন তিনি।
গোয়ার ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ঋতাভরী।
গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে বাংলার প্রতিনিধিত্ব করেন ঋতাভরী চক্রবর্তী।
গোয়ার অনুষ্ঠানের জন্য ঋতাভরী বেছেছিলেন লাল পাড় সাদা লেহঙ্গা
শুধু পোশাক নয়, বাংলা গানের সঙ্গে নাচ করেন ঋতাভরী
গোয়া ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে হাজির ছিলেন সলমন খান।
বাইকে চড়ে নিজস্ব সাইলে মঞ্চে হাজির হন রণবীর সিংহ।
নাচের তালে জুটি বেঁধে মঞ্চ মাতান রীতেশ-জেনেলিয়া
মঞ্চে নাচের অনুষ্ঠান করেন বলি অভিনেত্রী শ্রদ্ধা কপূর
মঞ্চে ডান্ডিয়া নাচের তালে মাতেন আরেক বঙ্গকন্যা মৌনী রায়।