প্রেমিক তথাগতর সঙ্গে নেদারল্যান্ডসে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় সফরের টুকরো টুকরো ছবি শেয়ার করে নিয়েছেন ঋতাভরী। নিজের প্রেমের সম্পর্ক নিয়ে এখনও বেশ খোলামেলাই অভিনেত্রী। প্রেমিকের সঙ্গে তিনি বিদেশে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছিলেন তিনি নিজেই। সদ্য নিজের নতুন ছবি 'ফাটাফাটি'-র ছবি শেয়ার করেছেন ঋতাভরী। এই ছবির জন্য বেশ কিছুটা ওজন বাড়াতে হয়েছিল ঋতাভরীকে। তবে এখন আবার কড়া রুটিনে থেকে নিজের পুরনো তন্বী লুকেই ফিরছেন তিনি। এক বছরে ৩টি অস্ত্রোপচারের পরে ঋতাভরীর ওজন বেড়ে গিয়েছিল বেশ কিছুটা। ঋতাভরী বলেছেন, সেই সময় মানসিক অবসাদ থেকে তাঁকে বাঁচিয়েছিলেন তথাগতই।