সদ্য মুক্তি পেয়েছে সঞ্জনা সঙ্ঘী ও আদিত্য রায় কপূর অভিনীত 'ওম' ছবির ট্রেলার।

এদিন ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এসে স্পটলাইট কেড়েছেন ছবির নায়িকা সঞ্জনা।

রুপোলি স্বচ্ছ গাউন পরেছিলেন সঞ্জনা। গাউনের উপরের অংশে ছিল রঙিন কাজ।

গাউনের সঙ্গে চুল খুলে রেখেছিলেন তিনি, কানে ছিল ভারি দুলের সাজ।

পাশ্চাত্য সাজের ছোঁয়া রেখেই গলায় হার বা হাতে কোনও গয়না পরেননি সঞ্জনা।

'দিল বেচারা' ছবিই প্রথম জনপ্রিয়তা দিয়েছিল সঞ্জনাকে।

কিন্তু সেই ছবির সাফল্য দেখে যেতে পারেননি ছবির নায়ক সুশান্ত সিংহ রাজপুত।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর দীর্ঘদিন সংবাদমাধ্যমের সামনে আসেননি সঞ্জনা।

সময় পেরিয়েছে, ধীরে ধীরে বাকি সবার মত স্বাভাবিক জীবন আর রুপোলি পর্দায় ফিরেছেন সঞ্জনাও।

বলিউডে নবীন তারকাদের মধ্যে অন্যতম সঞ্জনা, তাঁর বয়স মাত্র ২৫