Image Source: pixabay

প্রতিযোগিতার বাজারে নিজেকে আরও ভাল করে তোলার দৌড় রয়েছে। পেশাগত জগতও তার বাইরে না।

Image Source: pixabay

প্রতিনিয়ত আরও নিখুঁত কাজ, আরও ভাল ফলের লক্ষ্যে দৌড়তে গিয়ে চাপ পড়ে নিজের উপরেও।

Image Source: pixabay

অনেকসময়েই শারীরিকভাবে তো বটেই, মানসিকভাবেও অস্বাভাবিক ক্লান্তি এসে যায়।

Image Source: pixabay

কিন্তু, পেশাগত জগতে দীর্ঘস্থায়ী সাফল্যের জন্য পরিশ্রম করতে লাগবেই। তাই কাজের চাপের মাঝেই নিজের জন্য সময় বের করা প্রয়োজন।

Image Source: pixabay

যত চাপই হোক, কাজ ও ব্য়ক্তিগত জীবনের মধ্যে একটু ভারসাম্য আনার চেষ্টা করা যায়।

Image Source: pixabay

প্রয়োজনে কাজের দিনগুলি বেশি খেটে লক্ষ্যপূরণ করা উচিত, যাতে ছুটির দিন নিজেকে ও পরিবারকে সময় দেওয়া যায়।

Image Source: pixabay

নিজের মতো করে রুটিন সাজালে ভাল হয়। অর্থাৎ নিজের সুবিধা অনুযায়ী প্ল্য়ান করুক। কাজ হলে তুঙ্গে থাকবে আত্মবিশ্বাস।

Image Source: pixabay

পেশাগত প্রতিযোগিতা যতই থাকুক। টিমওয়ার্কের বিকল্প নেই। সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া করে কাজ এগোলে লাভ সবদিকে।

Image Source: pixabay

শারীরিক ভাবে সুস্থ থাকতে অল্প সময়ের জন্য হলেও শরীরচর্চা করুন। নিদেনপক্ষে হাঁটুন। অনেক ফ্রেশ লাগবে।

Image Source: pixabay

সহকর্মীদের সঙ্গে আড্ডা দেওয়ার কোনও বিকল্প নেই। যতই চাপ থাকুক, সহকর্মীদের সঙ্গে এক কাপ চা খাওয়ার সময় বের করা যায়, অথবা লাঞ্চ করা।