প্রত্যাশা জাগিয়েছিলেন একেবারে শুরুতেই
আলোর ঝলকানিতে হারিয়ে যাননি তিনি
বরং যত সময় গিয়েছেন ঘষেমেজে নিয়েছেন নিজেকে
তাতেই সাফল্য পেয়েছেন শ্রিয়া সরন
অস্কারের মঞ্চে পৌঁছেছে তাঁর ছবি 'RRR'
তবে ভারসাম্য হারিয়ে ফেলেননি অভিনেত্রী
দক্ষিণে চুটিয়ে কাজ করছেন শ্রিয়া
পাশাপাশি মুম্বইয়েও হিন্দি ছবিও চালিয়ে যাচ্ছেন
'আন্ডারওয়র্ল্ড কা কব্জা' মুক্তি পাচ্ছে শীঘ্রই
তার আগে ঝলমলে শ্রিয়া দেখা দিলেন পাপারাৎজিদের