'কালকক্ষ' -র পরে এবার 'মন পতঙ্গ'-র গল্প। রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি নিয়ে আসছেন তাঁদের দ্বিতীয় ছবি ছবি নাম 'মন পতঙ্গ', এই গল্প প্রেম ও স্বপ্নপূরণের, অর্থের জন্য লড়াইয়েরও কেবল নামকরা অভিনেতা অভিনেত্রী নন, এই ছবির একটা বড় অংশ জুড়ে রয়েছেন ফুটপাতবাসী মানুষেরা ও পথশিশুরা ছবির কেন্দ্রীয় চরিত্র ধর্মীয় নিগ্রহের ভয়ে গ্রাম ছেড়ে শহরে পালিয়ে আসা এক হিন্দু মুসলমান প্রেমিক প্রেমিকা যুগল। গ্রামের মেঠো পথ থেকে একসঙ্গে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে শহরে আসা এই যুগলের ঠাঁই হয় শহুরে রাস্তার ধারে খোলা আকাশের নীচে ধীরে ধীরে এই নতুন জীবনের সাথে নিজেদের যখন তারা মানিয়ে নিচ্ছে, তখনই তাদের চোখে পড়ে রাস্তার পাশের একটি ঝাঁ চকচকে আসবাবের দোকানে এক বিশাল আরাম-চেয়ার – ঠিক যেন স্বপ্নের সিংহাসন। ফুটপাথের ধারে ছেঁড়া কাঁথায় বসে তারা স্বপ্ন দেখে। মনে মনে শপথ নেয়, একদিন তারা দুজনে একসাথে সেই আসনে বসবে। চলতি বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে আসতে পারে এই ছবি। ছবি নিয়ে আশাবাদী পরিচালক-প্রযোজকেরা