কফি ও অলিভ অয়েলের স্ক্রাব

কফি ত্বককে এক্সফোলিয়েশনে সাহায্য করে। অলিভ অয়েল ত্বককে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে। এই স্ক্রাবারে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বক উজ্জ্বল করে তোলে।

কফি, দই ও নারকেল তেলের স্ক্রাব

কফি ত্বকের মৃত কোষ সরিয়ে ত্বক মসৃণ করে। দই ও নারকেল তেল ত্বককে ময়শ্চারাইজ করে। এই স্ক্রাবার ব্যবহারে ত্বক পরিষ্কার এবং নরম হয়।

কফি ও দারচিনির স্ক্রাব

কফি ত্বকের অতিরিক্ত তেল দূর করে। দারুচিনিতে অ্যান্টিব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য থাকায় ত্বকে ইনফেকশন ছড়াতে দেয় না। জ্বালাভাব দূরে রাখে।

কফি ও অ্যালভেরা জেল স্ক্রাব


এই স্ক্রাবার ত্বককে হাইড্রেট করে। এই স্ক্রাব দিয়ে ভালভাবে ম্যাসাজ করলে মৃত কোষ নির্মূল হয়। ত্বক উজ্জ্বল করে তোলে।


কফি ও সুগার, আমন্ড ওয়েল স্ক্রাব


আমন্ড অয়েল কালো দাগ দূর করতে এবং ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে। কফি এবং চিনি ত্বক পরিষ্কার করে তোলে।