ABP Ananda

বাগান কিছুতেই মনের মতো হচ্ছে না?

ABP Ananda

ঘরোয়া এক টোটকাতেই করতে পারেন ম্যাজিক

ABP Ananda

রান্নার আগে চাল ধোয়া জল ফেলে না দিয়ে পাত্রে সংগ্রহ করে রাখুন

সেই জলে ভিজিয়ে দিন বাদাম খোল

ABP Ananda

দিন তিনেক ভিজিয়ে সেই জল পাতলা করে গাছের চারপাশে দিন

চাল ধোয়া জলে রয়েছে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, আয়রন ও সালফার

সপ্তাহে দুবার দিলেই বদলে যাবে গাছের চেহারা

ফলে-ফুলে ভরে উঠবে বাগান

ABP Ananda


শুধু জল না দিয়ে চাল ধোয়া জল সরাসরিও দিতে পারেন গাছে



দারুণ বাগান করে তাক লাগিয়ে দিন সকলকে (ছবি - সন্দীপ সরকার)