সনাতন ধর্মে জগতের পালনকর্তা নারায়ণের স্ত্রী হিসেবে মান্য করা হয় তুলসীকে। (ছবি সৌজন্য- পিক্সাবে)



প্রতিদিন ১০-১২টি তুলসী পাতা চিবিয়ে খেলে মানসিক চাপ নিয়ন্ত্রণে থাকে। (ছবি সৌজন্য- পিক্সাবে)



একইকম ভাবে এই কটি তুলসী পাতা ছিবিয়ে খেলে নিয়ন্ত্রণ হয় রক্তচাপ। (ছবি সৌজন্য- পিক্সাবে)



মুখে বা চুলে তুলসী পাতার রস ব্যবহার করলে সবসময় তরতাজা থাকে। (ছবি সৌজন্য- পিক্সাবে)



এর নিয়মিত ব্যবহার ব্রণ হতে দেয় না মুখে, কমে চুল পড়াও। (ছবি সৌজন্য-গেটি)



তুলসীর পাতা শুকিয়ে গুঁড়ো করে সরষের তেল মিশিয়ে দাঁত মাজুন। (ছবি সৌজন্য- পিক্সাবে)



এভাবে দাঁত মাজলে ভালো থাকবে দাঁত ও মাড়ির স্বাস্থ্য। (ছবি সৌজন্য-গেটি)



দাঁতে ব্যথা হলে গোলমরিচ গুড়োর সঙ্গে বেটে লাগান তুলসী পাতা। (ছবি সৌজন্য- পিক্সাবে)



ঠাণ্ডা লেগে জ্বর হলেও কাজে আসে তুলসী। (ছবি সৌজন্য- পিক্সাবে)