কাওয়াসাকি তার বাইকগুলিতেও নিয়ে এসেছে দারুণ ছাড়ের সুযোগ। এই সংস্থার বাইকে ১৫ হাজার টাকা থেকে শুরু করে ৪৫ হাজার টাকা পর্যন্ত অফার চলছে। কাওয়াসাকি নিঞ্জা ৩০০-এর দাম নেমে এসেছে ৩.১৩ লক্ষ টাকায়। মিলছে ৩০ হাজার টাকার ছাড়। কাওয়াসাকি ৫০০ বাইকের দামে ১৫ হাজার টাকার ছাড় পাওয়া যাবে। এই বাইকের দাম কমে এখন মিলবে ৫.০৯ লক্ষ টাকায়। কাওয়াসাকি ভেরসিস বাইকেও এই সুবিধে দেওয়া হচ্ছে। এখন এই বাইকে ৩০ হাজার টাকার ছাড় রয়েছে। ছাড়ের পর এর দাম হবে ৭.৪৭ লক্ষ টাকা। কাওয়াসাকি জেড ৯০০ বাইকে ৪০ হাজারের ছাড় মিলছে।