মেট গালায় অভিষেক হল অভিনেত্রী আলিয়া ভট্টর।

সাদা পোশাকের সঙ্গে এদিন অভিনেত্রী বেছে নিয়েছিলেন মুক্তোর দুল ও মানানসই আংটি।

'হাইওয়ে' অভিনেত্রী নিজেই সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তাঁর এই ছবিগুলি।

ডিজাইনার প্রবাল গুরুঙের (Prabal Gurung) ডিজাইন করা পোশাক পরেছেন তিনি।

ছবিগুলিতে প্রতিক্রিয়া জানিয়ে,একজন ভক্ত লিখেছেন,অসম্ভব সুন্দর,আরেকজন লিখেছেন,গর্বিত মুহূর্ত।

প্রসঙ্গত,৬৮ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে সেরার শিরোপা পেয়েছিল 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'।

কালো অফ শোলডার গাউনে ঝলমল করছিলেন আলিয়া।

এদিন আলিয়ার হাতে সেরা অভিনেত্রীর পুরস্কার তুলে দেন রেখা।