ঋতাভরী চক্রবর্তীর মিউজিক ভিডিওর জন্য সুর বাঁধলেন সম্বিত চট্টোপাধ্যায়

একটি মিউজিক ভিডিওর হাত ধরে পরিচালনায় পা রাখছেন চিত্রাঙ্গদা শতরূপা, অভিনয়ে ঋতাভরী

নিকিতা গাঁধীর সঙ্গে এই মিউজিক ভিডিতে কাজ করেছেনঋতাভরী। গানটি লিখেছেন ঋতাভরী ও যশ মার্টিন দুজনে মিলে।

'বেবি টাইম' নামের এই গানে ঋতাভরীর বিপরীতে দেখা যাবে নেটফ্লিক্সের 'ক্লাস' সিরিজের অন্যতম অভিনেতা চিন্তনকে।

এই প্রথম পরিবার তিন জন মিলে একসঙ্গে কোনও কাজ করছেন ঋতাভরী, চিত্রাঙ্গদা ও সম্বিত

একের পর এক কাজ নিয়ে এখন বেশ ব্যস্ত ঋতাভরী, সামনেই মুক্তি পাবে ফাটাফাটি

অন্যদিকে, আপনজন ছবির শ্যুটিংয়ের জন্য সদ্যই লন্ডনে উড়ে যাওয়ার কথা ঋতাভরীর