ব্যাকগ্রাউন্ড ডান্সার থেকে নায়িকা বিখ্যাত হয়ে ডেইজি পাল্টে যান! গণেশ আচার্যর নাচের দলে ছিলেন সেখান থেকেই ঘনিষ্ঠতা বলে শোনা যায় ডেইজিকে সলমনের কথা বলেন গণেশই তার পরই ‘জয় হো’ ছবিতে নায়িকা হয়েই নাকি পাল্টে যান ডেইজি! নাচের দল ছাড়েন, কথা বন্ধ করেন পুরনো জীবন নিয়ে ‘স্পিকটি নট’ গণেশকে নিয়ে কথা, কাজ নয় গণেশের জন্যই নাকি টিকে থাকা ডেইজিকে ফ্ল্যাট, গাড়িও উপহার! গণেশ যদিও সম্পর্ক অস্বীকার করেন মেনে নেন, ডেইজি যোগাযোগ রাখেন না স্ত্রী-মেয়েকে নিয়ে সংসার গণেশের বহুদিনের প্রেমিকার সঙ্গে বিয়ে ২০০০ সালে ডেইজির নাচে মুগ্ধ ছিলেন গণেশ ডেইজিকে নিজের সহকারীও করে নেন গণেশই অনুরোধ করেন সলমনকে সলমন নিজে গণেশকে ফোন করেন কিন্তু ডেইজি আর সম্পর্ক রাখেননি মুম্বইয়ে মায়ের সঙ্গে থাকেন তিনি