আজ জন্মদিন বলিউড অভিনেতা, কৌতুক অভিনেতা এবং সঞ্চালক কপিল শর্মার, জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য তাঁর বাবা ছিলেন পঞ্জাব পুলিশের হেড কনস্টেবল, ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তিনি 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ'-এ অমৃতসরের অডিশনে বাদ পড়েন, নির্বাচিত হল দিল্লির অডিশনে এবং শো জেতেন তিনি জানা যায়, 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ' থেকে জেতা পুরস্কার অর্থ ১০ লক্ষ টাকা বোনের বিয়ের জন্য খরচ করেন কপিল শর্মা এক সাক্ষাৎকারে কপিল শর্মা জানিয়েছিলেন যে, তিনি অমৃতসর থেকে মুম্বই এসেছিলেন গায়ক হওয়ার জন্য একাধিক কমেডি শোয়ের বিজয়ী হয়েছেন কপিল শর্মা, দর্শকের কাছে তাঁর জনপ্রিয়তা চোখে পড়ার মতো 'কিস কিস কো পেয়ার করু' ছবি দিয়ে বলিউডে বড় পর্দায় নায়ক হিসেবে ডেবিউ হয় কপিল শর্মার কপিল শর্মার আসল নাম ছিল কপিল পুঞ্জ, পরবর্তীকালে তিনি নাম বদলে কপিল শর্মা করেন সম্প্রতি 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটিকে ঘিরে বিতর্কে জড়ান, শোনা যায়, তিনি নিজের শো-এ এই ছবির প্রচার করতে চাননি তাঁকে শীঘ্রই বেশ কিছু ছবিতে দেখা যেতে চলেছে, কৌতুক অভিনেতা কপিল শর্মাকে জন্মদিনের শুভেচ্ছা