আজই মুক্তি পেয়েছে শাশ্বত চট্টোপাধ্য়ায় অভিনীত 'আবার প্রলয়'। তার আগে সিরিজের প্রচারে অভিনব পন্থা নিল ছবির টিম। ধারাবাহিক 'জগদ্ধাত্রী'-র সেটে হঠাৎই দেখা মিলল অনিমেষ দত্তর। জানা যাচ্ছে, সমুদ্র সৈকতে গিয়ে দুষ্কৃতীদের হতে হয় জগদ্ধাত্রীকে। আর তখনই তাকে বিপদ থেকে উদ্ধার করতে হাজির হন শাশ্বত। সমাজ থেকে অপরাধের অন্ধকার সরাতে বদ্ধপরিকর অনিমেষ দত্ত। আর তাই দুষ্কৃতীদের মারধর করতেও দেখা যায় তাঁকে। কম যান না জগদ্ধাত্রীও। প্রতিবারের এত এবারও দুষ্কৃতী দমনে সিদ্ধহস্ত তিনি। প্রসঙ্গত, 'আবার প্রলয়' সিরিজে শাশ্বত ছাড়াও রয়েছেন দেবাশীষ মণ্ডল, গৌরব চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তীর মত অভিনেতাদের। রয়েছেন কৌশানী মুখোপাধ্যায়, নুসরত ফারিহা, সোহিনী সেনগুপ্ত, জুন মাল্যর মত অভিনেতারা। দর্শকের এই সিরিজ কেমন লাগে এখন অপেক্ষা সেটাই দেখার।