পুজোর সাজে দীপ্তিময়ী হয়ে উঠলেন দুই অভিনেত্রী উষসী রায় ও সুদীপ্তা বন্দ্য়োপাধ্য়ায়। কিছুদিন আগেই বিয়ে করেছেন সুদীপ্তা বন্দ্য়োপাধ্য়ায়। এদিন লাল শাড়িতে পুজোর সাজে আবারও নজর কাড়লেন অভিনেত্রী। লাল শাড়ির সঙ্গে ছিল মাননসই সাজগোজ ও ভারী গয়না। একটি বাঙালি বনেদি বাড়িতে হয়েছিল এই ফটোশ্য়ুটে সুবিশাল আয়োজন। পুজোর সাজে নজর কাড়লেন অভিনেত্রী উষসী রায়ও। খোলা চুলে, লাল পাড় সাদা শাড়িতে মোহময়ী রূপে ধরা তিনি। ধুনচি হাতে নাচের তালে পা মিলিয়েছেন সুদীপ্তা। তাঁর লাল শাড়ির সঙ্গে ছিল মাননসই সাজগোজ ও ভারী গয়না। পুজোর আগেই পুজোর মেজাজের এই ফটোশ্য়ুটে খোশমেজাজের দেখা মিলল টলিপাড়ার এই দুই শিল্পীর। ইতিমধ্য়ে তাঁদের ফটোশ্য়ুটের ছবি পছন্দ করেছে অনুরাগীরা।