চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে বাংলায় পূজিতা হন দেবী অন্নপূর্ণা

দেবী পার্বতীরই আরেক রূপ তিনি

ভিক্ষারত শিবকে অন্নপ্রদান করে এই নাম প্রাপ্ত হন

এবছর ২৯ মার্চ, বুধবার পড়েছে অন্নপূর্ণা পুজোর দিন

জপ করুন 'শান্তিকর্মণি সর্বত্র তথা দু স্বপ্নদর্শনে গ্রহপীড়াসু চোগ্রাসু মাহাত্ম্যয়ং শ্রীণুয়ান্মম'

জ্যোতিষশাস্ত্র বলছে, এই সময়কালে যদি দেবী দুর্গাকে তুষ্ট করা যায়

তাহলে কেটে যেতে পারে বহু বাধা



হিন্দু বিশ্বাস অনুযায়ী, অন্নপূর্ণার পুজো করলে ঘরে অন্নাভাব থাকে না