সকলেই যে মুহূর্তের অপেক্ষায় ছিলেন অবশেষে তা উপস্থিত। 'কান ২০২৩'-এ ডেবিউ করলেন বিরাট-পত্নী, বলিউডের তারকা অভিনেত্রী অনুষ্কা শর্মা।

ক্রিম রঙের অফ শোল্ডার গাউন, চুলে উঁচু করে বান, কানে স্টাড দুল, মোহময়ী অনুষ্কার ছবি দেখে মুগ্ধ দেশবাসী।

কানের রেড কার্পেটে অনুষ্কাকে দেখা গেল বিউটি জায়ান্ট 'লরিয়েল'-এর অন্যান্য ব্র্যান্ড অ্যাম্বাসাডরদের সঙ্গে পোজ দিতে। তিনিও এই সংস্থার অন্যতম মুখ।

প্রসঙ্গত, এই সংস্থার বহুদিনের মুখ ঐশ্বর্য রাই বচ্চন। তিনি 'কান'-এর ক্ষেত্রেও প্রবীণ।

কান ২০২৩-এ অনুষ্কার প্রবেশের জন্য তাঁর অনুরাগীরা এতদিন ছিলেন অধীর আগ্রহে অপেক্ষায়। অবশেষে তাঁদের মনোবাঞ্ছা পূরণ হল।

অনুষ্কার ছবি প্রকাশ্যে আসার পর সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি ভাইরাল।

তাঁর 'কান ২০২৩'-এর লুকের জন্য অনুষ্কা পরেছিলেন রিচার্ড ক্যুইন ফল ২০২৩ কালেকশনের পোশাক। তাঁর দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না।

প্রসঙ্গত, 'কান চলচ্চিত্র উৎসব'-এ এই প্রথম অনুষ্কা শর্মা পা রাখলেন।

এদিন একের পর এক ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অনুষ্কা নিজেও।

নিজের পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে ক্যাপশনে শুধু রাখলেন সাদা রঙের একটি হার্ট ইমোজি।