প্রতিবছরই নিজের ঘরে ধূমধাম করে লক্ষ্মী পুজো করেন অপরাজিতা।

গত ২ বছরে করোনাকালে উৎসবের জৌলুসে কিছুটা ঘটতি পড়েছিল।

এবার ফের শ্রীরূপা লক্ষ্মী বন্দনার জন্য তৈরি অপরাজিতা ।

এবার পুজোতেও চুটিয়ে সাজেন অপরাজিতা। সাদা শাড়ি ও গা ভরা গয়নায় নয়নাভিরাম সাজ।

অপরাজিতার মা লক্ষ্মীও লাল শাড়ি পরিহিতা।

লক্ষ্মীপুজোর আগের রাতেই সোশ্যালমিডিয়ায় পোস্ট করে তিনি জানালেন তাঁর প্রতিমা তৈরি।

নিজে হাতে তিনি সাজিয়েছেন সমৃদ্ধির দেবীকে। লাল চেলি ও আভরণে অপরূপা মাতৃমূর্তি।

অপরাজিতার বাড়িতে লক্ষ্মীপুজো মানেই রাজকীয় ব্যাপার। বহু মানুষের আনাগোনা হয় তাঁর গৃহে।