প্রকাশ্যে এলেন মির্জা ছবির ভিলেন। কে তিনি? পরিচয় করালেন স্বয়ং অঙ্কুশ হাজরা।
বৃহস্পতিবার ঝাঁ চকচকে ইভেন্টের মাধ্যমে দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় পর্দার সেই খলনায়কের।
প্রকাশ্যে এল 'মির্জা'র নতুন ক্যারেক্টার টিজার। দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হল ছবির ভিলেনের। মির্জার ভিলেন সুলতান।
অভিনয়ে দিব্যেন্দু ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন স্বয়ং অঙ্কুশ হাজরা ও দিব্যেন্দু ভট্টাচার্য।
এই ছবিতে শুধু অভিনয়ই করেননি অঙ্কুশ। তিনি এই ছবির নিবেদকও। শুরু করেছেন তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা 'অঙ্কুশ মোশন পিকচার্স'।
এই সংস্থা ও 'নেক্সজেন ভেঞ্চার্স'-এর যৌথ নিবেদনে ও রক্তিম চট্টোপাধ্যায়ের প্রযোজনায়, সুমিত-সাহিলের পরিচালনায় আসছে 'মির্জা'।
২০২৩ সালের ইদের ছুটি জমজমাট হবে এই ছবির হাত ধরেই, আশা নির্মাতাদের।
এদিন ক্যারেক্টার টিজার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অঙ্কুশ লেখেন, 'যুদ্ধ চলছে... সবচেয়ে বড় যুদ্ধের জন্য তৈরি হোন... ২০২৩ সালের ইদের জন্য তৈরি থাকুন।'
গত ১৫ অগাস্ট ছবির টাইটেল টিজার লঞ্চ হয়েছিল।
ছবির টিজার বেশ সাড়া ফেলে অনুরাগীদের মধ্যে। এখন এটাই দেখার যে ছবি কেমন পারফর্ম করে প্রেক্ষাগৃহে।