সুরে, ছন্দে, তালে, ভালবাসায় বাঁধবেন তিলোত্তমাবাসীকে। এই খবর ছড়িয়ে পড়তেই কার্যত উন্মাদনা তৈরি হয়েছিল অনুরাগীদের মধ্যে।
ইতিমধ্যেই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। কনসার্টের বেশ কিছুটা সময় বাকি থাকলেও, উত্তেজনায় ফুটছেন কলকাতাবাসী।
অরিজিৎ সিংহের সহকারীর তরফ থেকে জানানো হয়েছে, অরিজিতের কলকাতা কনসার্ট মানেই বাংলা গান।
আগামী বছর কলকাতা কনসার্টেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে সেটাই।
অরিজিৎতের কাছে নাকি কলকাতায় গান গাওয়া নিজের বাড়িতে গান গাওয়ার মতোই। আরামের।
কলকাতা কনসার্টের গানের তালিকায় বেশিরভাগই বাংলা গান রাখবেন অরিজিৎ। কর্মক্ষেত্রে বেশিরভাগ সময় মুম্বইতে কাটাতে হলেও বাঙালির কাছে গিয়ে বাংলা বলার যে আনন্দ, তা সবসময়েই উপভোগ করতে চান অরিজিৎ।