রোহিত শর্মার নাম এই তালিকায় থাকা অস্বাভাবিক কিছু নয়, ভারতীয় অধিনায়ক বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটার

ইনিংসের শুরুতে একবার রোহিত চলে গেলে, তাঁকে ঠেকানো যে কোনও দলের পক্ষেই মুশকিল

আইসিসির বিচারে বর্তমানে এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার বাবর আজম এই তালিকায় না থাকলেই বরং তা বিস্ময়কর হত

সাম্প্রতিক সময়ে সবথেকে ধারাবাহিকভাবে পারফর্ম করা বাবর এশিয়া কাপে সর্বাধিক রান করার সবচেয়ে বড় দাবিদার

আফগানিস্তান দলের ব্যাটিং স্তম্ভ হাজরাতুল্লাহ জাজাই, তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের জন্য়ই গোটা বিশ্বে পরিচত

১৫০-র অধিক স্ট্রাইক রেটে ব্যাট করা জাজাই যে কোনও প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিতে পারেন

হ্যাঁ, বহুদিন পর চোট সারিয়ে সদ্য জাতীয় দলে ফেরা কেএল রাহুল এখন ফর্মে নেই

তবে আইপিএল প্রমাণ দিয়েছে, ইনফর্ম রাহুল যে কোনও টুর্নামেন্টের সর্বাধিক রানস্কোরার হওয়ায় সেরা দাবিদারদের একজন

শ্রীলঙ্কার নবপ্রজন্মের উদীয়মান তারকা পাথুম নিসঙ্কা গত বিশ্বকাপে বেশ নজর কেড়েছিলেন

আইসিসির ক্রমতালিকায় নয় নম্বর টি-টোয়েন্টি ব্যাটার কিন্তু নামী তারকাদের পিছনে ফেলে সর্বাধিক রান করতেই পারেন