ভারতের হয়ে বিশ্বক্রিকেটে ওয়ান ডে হোক বা টেস্ট, সবজায়গাতেই সর্বোচ্চ রানের মালিকের নাম সচিন তেন্ডুলকর

এশিয়া কাপেও সচিনের করা মোট ৯৭১ রানই ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ, তিনি ভারতের হয়ে সর্বাধিক ২৩টি ম্যাচও খেলেছেন

বর্তমানে নিঃসন্দেহে বিরাট কোহলি ফর্মে নেই, তবে এশিয়া কাপে ভারতের হয়ে সর্বাধিক তিনটি শতরান করার কৃতিত্ব তাঁরই দখলে

এশিয়া কাপেই পাকিস্তানের বিরুদ্ধে কোহলির কেরিয়ার সেরা ১৮৩ রানের ইনিংস খেলেন যা এই টুর্নামেন্টে ভারতীয় ব্যাটার হিসাবে সর্বাধিক

তবে এক মরসুমে ভারতের হয়ে মোট সর্বাধিক রান করার কৃতিত্ব কোহলি বা সচিনের নয়, তা রায়নার দখলে

প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার এক টুর্নামেন্টে মোট ৩৭২ রান করেছিলেন, যা সনৎ জয়সূর্যের সর্বাধিক ৩৭৮ রানের রেকর্ড থেকে মাত্র ৬ কম

রায়নার বন্ধু মহেন্দ্র সিংহ ধোনি এশিয়া কাপে সর্বাধিক, ১৪ বার ভারতকে নেতৃত্ব দিয়েছেন

উইকেটের পিছনে সর্বাধিক ৩৬ আউটের কৃতিত্বও তাঁর

এশিয়া কাপের ইতিহাসে ভারতের সফলতম বোলার ইরফান পাঠান

ইরফানের এশিয়া কাপে মোট ২২টি উইকেট এবং এক মরসুমে ১৪টি উইকেট, উভয়ই ভারতীয় হিসাবে রেকর্ড