বৃহস্পতিবার ভারতের নেটে পুরোদমে প্র্যাক্টিস করতে দেখা গিয়েছিল তাঁকে



সকলে ধরেই নিয়েছিলেন যে, এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে খেলানো হবে তাঁকে



কিন্তু খেলছেন না শ্রেয়স আইয়ার



বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে দলে পাঁচ-পাঁচটি পরিবর্তন করেছে টিম ইন্ডিয়া



কিন্তু টিম লিস্টে নেই শ্রেয়সের নাম



কেন? ভারতীয় দল থেকে জানানো হল কারণ



শ্রেয়সের ব্যাক স্প্যাজ়ম হয়েছে বলে আগেই জানিয়েছিলেন রোহিত শর্মা



শুক্রবার জানানো হল, উন্নতি হলেও এখনও ম্যাচ ফিট হননি শ্রেয়স



এশিয়া কাপে তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে



চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন, বিশ্বকাপে খেলা নিয়েও কি সংশয়?