এদিন নির্দিষ্ট সময় মেনেই ভোট শুরু হয়েছে দুই রাজ্যে।
মেঘালয় এবং নাগাল্যান্ডে লম্বা লাইন দেখা গিয়েছে।
দুই রাজ্যেই ৬০ টি বিধানসভা কেন্দ্র।
মেঘালয়ে ২১ লক্ষ ভোটার ৩৬৯ জন প্রার্থীর মধ্যে প্রতিনিধি বেছে নেবেন।
নাগাল্যান্ডে ১৩ লক্ষ ভোটার ১৮৩ জন প্রার্থীর ভবিষ্যত নির্ধারণ করবেন।
নাগাল্যান্ডে জোট করেই লড়াই করছে এনডিপিপি এবং বিজেপি।
নাগাল্যান্ডে ২৮টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস।
মেঘালয়ে ৬০ টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি।
লড়াইয়ের ময়দানে তৃণমূল এবং এনপিপি।
দুপুর ১ টা অবধি ৪৪.৭৩ % ভোট মেঘালয়ে ও ৫৭.০৬ % ভোট নাগাল্যান্ডে।