হিন্দুশাস্ত্রে তুলসি গাছের বিশেষ ভূমিকা রয়েছে সকালে স্নান সেরে তুলসি গাছে জল দেন অনেকেই যুগ যুগ ধরেই এই নিয়ম চলে আসছে তুলসিকে প্রতিদিন জল দেওয়া মোটেও উচিত নয় নির্দিষ্ট কয়টি দিনে তো তুলসিকে জল দেবেন না না হলে ঘোর বিপদ আসতে পারে আপনার জীবনে রবিবার, একাদশী ও সূর্য ও চন্দ্রগ্রহণের সময় তুলসী গাছে জল দিতে নেই তুলসি গাছে বৃহস্পতিবার ও রবিবার কাঁচা দুধ ঢালুন এতে মনস্কামনা পূরণ হবে তুলসি গাছ কখনও পূর্ব দিকে লাগানো উচিত নয় এমনটা করলে আর্থিক সংকট দেখা দিতে পারে