২০২৫ সালের শুরুতে শনিদেব কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবেন। ২০২৫ সালে, দেব গুরু বৃহস্পতিও বৃষ রাশিতে যাত্রা শেষ করে মিথুন রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষী অনীশ ব্যাসের মতে, দুই গুরুত্বপূর্ণ গ্রহের গোচরের ফলে বদলে যাবে কয়েকটি রাশির ভাগ্য ২০২৫ সালে কয়েকটি রাশির হাত ভরে যাবে প্রচুর সম্পদে। জ্যোতিষি অনীশ ব্যাসের মতে, আগামী বছর কন্যা রাশির জাতকদের দারুণ উপকার হতে চলেছে। শনি মীন রাশিতে প্রবেশ করলে বড় বাধাগুলি কেটে যাবে তুলা রাশির। ভাগ্য পক্ষে থাকবে। ২০২৫ সালে, মকর রাশির আর্থিক লাভ তো হবেই, বাড়ি বা সম্পত্তি কেনা যেতে পারে। শনির প্রভাবেই বৃশ্চিক রাশির জাতকদের চাকরিক্ষেত্রে উন্নতি হবে। পেশাগত লাভ হবে। ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই।