মনের মানুষ খুঁজে
পাওয়া সহজ কাজ নয়


কিন্তু আদর্শ জুটি হতে
পারেন কিছু রাশির মানুষজন


মিথুন ও তুলা রাশির জাতকদের
বোঝাপড়া হয় মজবুত


এঁরা একে অপরকে এগিয়ে
যেতে সাহায্য করেন


কন্যা ও মকর রাশির জাতকদের
স্বপ্ন, চাওয়া-পাওয়া মিলে যায়


দু'জনই পরিশ্রমী হন,
জীবন সুন্দর হয়


কর্কট ও কুম্ভ রাশির জাতকরা
আবেগপ্রবণ হন


পরস্পরের মন বুঝতে
এঁদের জুড়ি নেই


সিংহ ও মেষ রাশির জাতকরা
ঝুঁকি নিতে পিছপা হন না


কঠিন সময়ে পরস্পরের
হাত ছাড়েন না এঁরা
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)