জীবনে এই কাজগুলি করলে নরক যন্ত্রণা নিশ্চিত ! বলছে গরুড় পুরাণ গরুড় পুরাণ, হিন্দুদের কাছে একটি পবিত্র ধর্মগ্রন্থ। ১৮ টি মহাপুরাণের মধ্যে এটি একটি। ১৮ হাজারটি শ্লোক রয়েছে এই ধর্মগ্রন্থে। এক ব্যক্তির জন্ম থেকে মৃত্য পর্যন্ত বিভিন্ন পরিস্থিতিতে মার্গদর্শন করায় এই পুরাণ। প্রথমত, গরুড় পুরাণ ভ্রূণহত্যা, নবজাতককে হত্যা বা গর্ভবতী মহিলাকে মেরে ফেলা বা তার ক্ষতি করার চেষ্টাকে নিন্দা করে যারা নারীদের অপমান করে তারা মহাপাপী। মহিলাদের হয়রানি করা বা তাদের প্রতি অন্যায় করলে পরকালে দুঃখের শেষ থাকে না মহিলাদের প্রতি অসৎ আচরণ মহাপাপ। মৃত্যুর পরে তাদের কঠোর শাস্তি দেওয়া হয়। মন্দির, ধর্মগ্রন্থ এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানকে উপহাস করে তারা ভয়াবহ পরিণতির সম্মুখীন হয়। বয়স্ক, অসহায়, দুর্বল ও অভাবীদের উপর অত্যাচার করলে ঈশ্বরের রোষ তাঁকে ছাড়ে না।