শনি বর্তমানে কুম্ভ রাশিতে উপস্থিত রয়েছে। কুম্ভ শনিদেবের নিজস্ব রাশি। এই সময় গঠিত হয়েছে পঞ্চমহাপুরুষ রাজযোগ । ২০২৫ সাল পর্যন্ত পঞ্চমহাপুরুষ রাজযোগ থাকবে। পঞ্চমহাপুরুষ রাজযোগ একটা বড় যোগ, জ্যোতিষশাস্ত্র অনুসারে। এই সময় কুম্ভ রাশির জাতকদের নানারকম অমীমাংসিত কাজ শেষ হবে। শনিদেব স্বপ্ন পূরণ করবেন। চাকরিতে পদোন্নতির যোগ আছে। এছা়ড়া বৃষ রাশির জাতকদের জন্য দশম ঘরে শশ রাজযোগ গঠিত হয়েছে । চাকুরিজীবীরা নতুন কাজের অনেক সুযোগ পাবেন। তুলা রাশির জাতক হলে, ভাগ্য আপনার পাশে থাকবে এবং কর্মজীবনে সাফল্যের সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশি হলে কেরিয়ারের দিক থেকে ভাল সময় শুরু হয়েছে। স্বাস্থ্যের উন্নতি হবে।