প্রতিশোধস্পৃহা খুবই সাঙ্ঘাতিক। তা যত কম থাকে তত ভাল।



কয়েকটি রাশি আছে, যারা বেশ প্রতিশোধপরায়ণ।



এরা সরাসরি প্রতিশোধ না নিলেও, অপমান ভোলে না কখনও। প্রত্যুত্তর দিয়েই ছাড়ে।



এমন ৪ রাশির কথা বলা যাক, যাদের প্রতিশোধ নেওয়ার ইচ্ছে প্রবল।



এরা সহজে ক্ষমা করে না সহজে। সময় বুঝে জবাব দেয়।



বৃশ্চিক রাশির সঙ্গে কেউ খারাপ কিছু করে থাকলে জানবেন, সে তার কড়া প্রত্যাঘাত পাবে।



বৃষ রাশিও সব অপমান মনে রাখে অক্ষরে অক্ষরে। অপমানের জবাব সে দেবেই, আজ নয় তো কাল।



সিংহ রাশির জাতকরা রাজ করার মানসিকতা নিয়েই জন্মায়। তাদের খ্যাতি ছিনিয়ে নিতে চাইলে, তাদের থেকে খারাপ কেউ হয় না।



কর্কট রাশির জাতকরা অত্যন্ত সংবেদনশীল। তবে আঘাত করলে তারা হুল ফোটাবেই।



মেষ রাশি হলে অতীতের ক্ষোভ সহজে ছেড়ে দেন না তাঁরা। জবাব দেনই।