২০২৫-এ শনির রাশি পরিবর্তন ১২টি গ্রহকেই প্রভাবিত করবে

কিন্তু, এমন কিছু গ্রহ রয়েছে, যেগুলিতে রাশি পরিবর্তনের আগেই শনির কৃপা শুরু হয়ে যাবে

চলুন জেনে নেওয়া যাক, শনি কোন কোন রাশির ভাগ্য বদলে দিতে চলেছে

তুলা রাশি- শনির প্রিয় রাশি এটি। ২০২৫-এ খুবই লাভবান হতে চলেছে এই রাশির জাতকরা

তুলা রাশি- আর্থিক লাভের পাশাপাশি সুখ-সুবিধা বাড়তে পারে। চাকরি ও ব্যবসায় উন্নতি হবে

মকর রাশি- ২৯ মার্চে মকর রাশিতে শনির সাড়ে সাতি শেষ হয়ে যাবে

মকর রাশি- মেষ রাশিতে শনির গোচরে লাভবান হবে মকর রাশি। শনির নিজস্ব রাশি হওয়ায়, এর জাতকদের কখনো আর্থিক কষ্টের মুখে পড়তে হয় না

মকর রাশি- শনির কৃপায় ধন-সম্পত্তি লাভ করবে এই রাশি। খ্যাতি ও গৌরবও মিলবে

মীন রাশি- চাকরি ও ব্যবসায় ভরপুর লাভ হবে মীন রাশির। প্রায় ৩০ বছর পর মীন রাশিতে ঢুকছে শনি

মীন রাশি- রুপোর পা দিয়ে মীন রাশিতে প্রবেশ করবেন শনিদেব। যার কারণে মীন রাশির জাতকরা ২০২৫ সালের মার্চের পর প্রতিটি ক্ষেত্রে বাম্পার সাফল্য পেতে পারে