বাড়িতে কর্পূর জ্বালিয়ে পুজো করার অভ্যেস অনেকেরই। কর্পূর জ্বালানোর যে কী গুণ, কল্পনার অতীত।



বাস্তুশাস্ত্রে বলা হয়, রাতে আপনার বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে কর্পূর জ্বালিয়ে রাখলে সমৃদ্ধি আসতে পারে।



লবঙ্গ দিয়ে কর্পূর পোড়ানো অর্থের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে বলে মনে করা হয়।



বাস্তুবিদরা বলেন, তেজপাতা দিয়ে কর্পূর পোড়ালে একটি শুভ পরিবেশ তৈরি হয়।



পজিটিভ এনার্জি পাওয়া যায় রোগভাগের মধ্যেও।



পরিবারের কেউ অসুস্থ হলে সন্ধ্যায় কর্পূর পোড়ালে মনের জোর মেলে ।



বাস্তুশাস্ত্র বলে, বাড়ির দরজায় কর্পূর রাখলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশের সম্ভাবনা কমাতে পারে।



বাস্তুশাস্ত্রে বলে, আচার ও প্রার্থনার সময় কর্পূর পোড়ালে মনে আধ্যাত্মিক চেতনা আসে।



কর্পূর তেলে প্রদীপ জ্বালালে ঘর সুগন্ধে ভরে যায়। মশা চলে যায়।