চাণক্যের মতে, অর্থ উপার্জন করা যতটা প্রয়োজন, তা খরচ করাও ততটাই গুরুত্বপূর্ণ টাকা খরচ করার সবথেকে ভাল উপায় দান করা। দান করলে ধন কম হয় না সঠিক কাজে টাকা ব্যয় করা উচিত। এটা ধন রক্ষার সমান দান করার পাশাপাশি টাকা বিনিয়োগ করাও উচিত। তাতে ভবিষ্যতে কারও কাছে হাত পাততে হবে না বিদ্যা শুধু সাফল্যই এনে দেয় না, সুরক্ষা-সুখ ও ধন নিয়ে আসে যে ব্যক্তি কখনো অর্থের জাহির করেন না, তাঁর উপর মা লক্ষ্মী প্রসন্ন থাকেন নৈতিক পথে অর্থ উপার্জন করলে দীর্ঘ সময় সেই টাকা থাকে কিন্তু, খারাপ কাজের মাধ্যমে অর্জন করা অর্থ থাকে না ধনের সম্মান করলে দেবী লক্ষ্মী কৃপা করেন অকারণে অর্থ খরচ না করলে, তবেই ধনবান হতে পারবেন