রণনীতি, রাজনীতি থেকে নীতিশাস্ত্র- এই সবকিছুতে চাণক্য নীতিকে ধ্রুবসত্যের মতো মেনে চলা হয়।



শত্রুদের থেকে ভয় পান অনেকেই। চিন্তা করেন অনেকে। কীভাবে জয় করবেন শত্রুকে?



প্রয়োজন কৌশলের। আর সেই কৌশল কখনও প্রকাশ্যে আলোচনা করতে নেই, দেখাতে নেই।



শত্রুদের জয় করতে ভাল বন্ধু বা ভাল সহযোগীর নেটওয়ার্ক তৈরি করতেই হবে



প্রয়োজন ধৈর্য। হঠাৎ কোনও সিদ্ধান্ত নিতে নেই। শত্রুদের হারানোর জন্য প্রয়োজন সঠিক সময়ের



শত্রুদের দুর্বলতার মধ্যেই লুকিয়ে রয়েছে জয়ের সম্ভাবনার বীজ। সময় লাগলেও সেই দুর্বলতা খুঁজে বের করতে হবে।



শত্রু বাড়লে আতঙ্কিত হতে বারণ করেছে চাণক্য। কড়া নজর রাখতে হবে।



কখনও সাফল্য এলেও শত্রুকে দুর্বল না ভাবার পরামর্শ দিয়েছেন চাণক্য।



শত্রুকে হারাতে গেলে নিজেকে মানসিক ও শারীরিক ভাবে শক্তিশালী করে গড়ে তুলতে হয়। সেই মতো কাজের পরামর্শও রয়েছে।



ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না।



Thanks for Reading. UP NEXT

মহালক্ষ্মীর কৃপা থাকবে সঙ্গে, শুক্রবার কার ভাগ্য খুলবে ?

View next story