লবঙ্গর গন্ধ শুঁকলে কি কোনও উপকার হয় ?

লবঙ্গ আমাদের শরীরের জন্য খুবই উপকারী

এর ব্যবহার আয়ুর্বেদিক ওযুধের আকারেও করা হয়

চলুন জেনে নেওয়া যাক, লবঙ্গর গন্ধ শুঁকলে কী উপকার ?

লবঙ্গ শুঁকলে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ানো যায়

লবঙ্গয় প্রদাহ-রোধী উপাদান থাকে। যা শুঁকলে সর্দি-কাশি থেকে স্বস্তি মেলে

এতে ব্যথানাশক উপাদান থাকে। যা দাঁতের ব্যথা থেকে স্বস্তি দেয়

এই কারণে অনেক টুথপেস্টে লবঙ্গ ব্যবহার করা হয়ে থাকে

লবঙ্গর টুকরোয় মাইক্রো অর্গানিজম ৭০ শতাংশ কমাতে পারে

ডিসক্লেমার : প্রয়োজনে এনিয়ে বিশেষজ্ঞ মত জানতে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন