মেষ - নিজের কাজে কোনওপ্রকার অবহেলা করবেন না। বৃষ - আজ প্রশংসা পাবেন চাকরিক্ষেত্রে। মিথুন - ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন। রাগ নিয়ন্ত্রণে থাকলে স্বাস্থ্যও ভাল থাকবে। কর্কট - পরিবারের সঙ্গে ভ্রমণে যেতে পারেন শনিবার। সিংহ - পুরনো রোগ সম্পর্কে সতর্ক থাকুন। কন্যা - খাওয়াদাওয়ায় নিয়ন্ত্রণ প্রয়োজন, নয়তো অসুস্থতা আসতে পারে। তুলা - চাপ বাড়তে পারে, কারও সাহায্য নিতে পারেন। বৃশ্চিক - সন্তানকে নিয়ে চিন্তা বাড়তে পারে আজ। ধনু - কাজের চাপে বাড়তে পারে ক্লান্তি। মকর - চোখ-কান খোলা রেখে চলুন। কুম্ভ - আজ নিয়ন্ত্রণে রাখুতে হবে রাগ। মীন - সাহস ও বিচারের জন্য প্রশংসিত হবেন।