শনিবার মেষ রাশির জাতক জাতিকাদের জীবন উত্থান-পতনে ভরা থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ধারের টাকা শোধ করতে হবে। মিথুন রাশি হলে সাহস ও বীরত্ব প্রশংসা কুড়িয়ে নেবে কর্কট রাশি - অর্থের অভাবের মুখোমুখি হতে পারেন। সিংহ রাশি - কারো কাছ থেকে টাকা ধার করা এড়িয়ে চলা উচিত কন্যা রাশি - পুরনো লেনদেন নিয়ে চিন্তায় পড়ে যেতে পারেন তুলা রাশি - কর্মক্ষেত্রে পছন্দের পদ পেতে পারেন। বৃশ্চিক রাশি - কাজ নিয়ে টেনশনে থাকতে পারেন। ধনু রাশি - অতীতের কিছু ভুল সামনে আসতে পারে। মকর রাশি- কঠোর পরিশ্রম করতে হবে । কুম্ভ রাশি - সহকর্মী মিথ্যা অভিযোগ করতে পারেন। মীন রাশি - স্বাস্থ্যের প্রতি অসতর্ক হবেন না।