অষ্টমীতে বুধ তুলা রাশিতে প্রবেশ করবে। শুক্র গ্রহ ইতিমধ্যেই তুলা রাশিতে উপস্থিত রয়েছে। এই গোচরের ফলে তুলা রাশিতে বুধ ও শুক্রের মিলন ঘটবে। আর তার ফলেই তৈরি হবে লক্ষ্মী নারায়ণ যোগ। লক্ষ্মী নারায়ণ যোগে বৃষ এবং তুলা রাশি সহ ৫ টি রাশির জাতকদের জীবনে সৌভাগ্যের জোয়ার আসবে। বুধ ও শুক্রের মিলনে গঠিত লক্ষ্মী নারায়ণ যোগ মিথুনের জাতকরাও আর্থিক সুবিধা পাবেন। আটকে থাকা কাজ শেষ হবে। পরিবারের মানুষের থেকে উল্লেখযোগ্য সুখ পাবেন। বৃষ রাশির জাতকদের অনেক উপকার হবে এই মিলন । কর্মজীবনের সমস্ত সমস্যা সমাধান হবে এবং কর্মক্ষেত্রে দারুণ উন্নতি করবেন। কন্যা রাশির জাতক হলে ভাগ্য উজ্জ্বল হবে সপ্তমী ও অষ্টমী তিথিতে। মহামায়ার অপার কৃপা বর্ষিত হবে এই রাশির উপর। কর্মজীবনে ভালো সুযোগ আসবে। আয় বাড়বে। ভাগ্য হবে সঙ্গী।