মঙ্গলকে একটি অত্যন্ত প্রভাবশালী গ্রহ হিসাবে বিবেচনা করা হয়।



মঙ্গল অনুকূলে থাকলে আত্মবিশ্বাস, সাহস, শক্তি, বীরত্ব বাড়ে।



এখন মঙ্গল রয়েছে কর্কটরাশিতে , সেখানে ধনলক্ষ্মী রাজযোগ তৈরি হয়েছে।



অন্যদিকে আবার কর্কট রাশিতে চন্দ্রের আগমন মহালক্ষ্মী যোগ গঠন করেছে।



এর ফলে কর্কট রাশিতে একই সঙ্গে তৈরি হচ্ছে ধন লক্ষ্মী এবং মহা লক্ষ্মী রাজযোগ ।



এর ফলে বেশ কিছুটা উপকৃত হবে কয়েকটি রাশি।



মেষ রাশির জাতকরা দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন। দেবী লক্ষ্মীর কৃপায় সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।



কর্কট রাশি হলে, আর্থিক সুবিধা আসতে চলেছে অনেকটা । নতুন চাকরির সন্ধান পেতে পারেন।



কন্যা রাশির জাতক হলে মহালক্ষ্মী ও ধনলক্ষ্মী রাজ যোগ খুবই অনুকূল হতে পারে। আয়ের নতুন উৎস খুলতে পারেন।



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই।